1. online@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. news@bdall24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জের নতুন ডিসি সৈয়দা নুরমহল আশরাফী নারায়ণগঞ্জের নতুন ডিসি রায়হান কবির  কৃষক দলের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মাসুদুজ্জামান মাসুদ মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও ফুলের অভিনন্দন প্রদান নারায়ণগঞ্জ বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা  শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দিরে পরিদর্শনে হোসিয়ারী শীতলক্ষ্যা নদীতে প্রতিমা বিসর্জন দিয়েছে শ্রী শ্রী সত্য নারায়ণ জিউর মন্দির কাশীপুরে নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায় কর্মসূচি পালন সিটি কর্পোরেশনের উদাসীনতায় সতের হাজার রেজিস্ট্রেশন নিয়ে চলছে ৪৫ হাজার মিশুক দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে- পুলিশ সুপার

কাশীপুরে নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায় কর্মসূচি পালন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কাশীপুরে নাগরিক ঐক্য কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায়
স্টাফ রিপোর্টার :

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লাতেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করায় জনসচেতনতা বৃদ্ধিতে ফতুল্লার কাশিপুর নাগরিক ঐক্য কমিটি এক বিশেষ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করে, যা আজ (৩ অক্টোবর, শুক্রবার) সফলভাবে সমাপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালীর উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কাশিপুর এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ ও মাইকিং প্রচারণা চালানো হয়। এছাড়াও, আজ ঢালী বাড়ি, দক্ষিণ গোয়ালাবন্দ, পশ্চিমপাড়া, গোয়ালাবন্দ উচ্চ বিদ্যালয়, জামান ডাক্তারের গলি এবং কাশিপুর মধ্যপাড়া এলাকার বিভিন্ন নালা ও আবর্জনায় ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, এলাকাবাসীকে তাদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি। তিনি তার বক্তব্যে ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধের বিভিন্ন করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন। একইসাথে, তিনি ডেঙ্গুর মহামারী বিস্তার রোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “আমাদের এই কর্মসূচি শেষ হলেও কাজ থেমে থাকবে না। অচিরেই আমরা প্রতিটি এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করব।” তিনি আরও উল্লেখ করেন, “এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এডিস মশার বিস্তার রোধ করতে প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম ও কাশিপুর ১ নং ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক আমান খান, কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সদস্য মোঃ রাজিব, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রবিন, মোঃ রুবেল সরদার, ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল, কাশিপুর নাগরিক ঐক্য কমিটির সদস্য জব্বার আলী ও রফিক ঢালী সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

কাশিপুর নাগরিক ঐক্য কমিটির এই জনমুখী উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনমনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2019, All rights reserved.
Theme Customized By Raytahost