
শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দিরে পরিদর্শনে হোসিয়ারী সমিতির নেতৃবৃন্দ
মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: দেওভোগ শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দিরে পরিদর্শনে বাংলাদেশ হোসিয়ারী সমিতির নেতৃবৃন্দরা।
গত মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওভোগ জিউর উওরপাড় এ পরিদর্শনে যান।
এসময় বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হিন্দু সনাতন ধর্মালম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো উপলক্ষে পূজা উদযাপন কমিটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা জানান বাংলাদেশ হোসিয়ারী
সমিতির পক্ষে সভাপতি বদু।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহ-সভাপতি আব্দুল সবুর খান সেন্টু ও সাঈদ আহমেদ স্বপন, দুলাল মল্লিক,মিজানুর রহমান, পরিচালক আব্দুল হাই, পারভেজ মল্লিক,হাজী শাহীন হোসেন, আতাউর রহমান, মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, নাসির শেখ,আব্দুল সোবহান তালুকদার, নাছিম আহমেদ ও বিল্লাল হোসেন,শ্রী শ্রী গৌর নিতাই পূজা কমিটির সভাপতিশ্রী উত্তম রায়,সাধারণ সম্পাদক স্ত্রী কানাই সাহা।
Leave a Reply